Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের দাফন সম্পন্ন

নড়াইল প্রতিনিধি

নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের ১ নং যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে ভওয়াখালীগ্রামে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১ টায় ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নড়াইল -০১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল -০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, আইনজীবী ,সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মোঃ জাহাঙ্গীর বিশ্বাস বুধবার(২৫ নভেম্বর) ঢাকায় স্কয়ার হাসপাতালে দুপুর ১২. ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গত ১৮ নভেম্বর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়। তখন তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার জন্য ঐদিনই তাকে হেলিক্যাপ্টার যোগে নড়াইল থেকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেয়া হয়। মৃত্যুকালে তিন ছেলে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তিনি প্রায় ২৫ বছর ধরে নড়াইল জেলা বাস ও মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন