Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইলে একই বংশের দু’শিশু কন্যা পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। বুধবার (১৮ জুন) সদরের বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামের শাহীদ ফকিরের কন্যা আসিয়া (৯) ও একই বংশের আলামিন ফকিরের কন্যা জিম (৮) বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে মারা যায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বেদভিটা গ্রামের হামিনুর রহমান ঝান্নু জানান, আসিয়া ও জিম বাড়ির পাশে একটি পুকুরে বিকেল ৩ টার দিকে সবার অগচরে গোসল করতে নামে। কিছু সময় পরে তাদের খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজন পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন