Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডেঙ্গু‌তে নড়াইলের পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের ইন্তেকাল

নড়াইল প্রতিনিধি

নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ঢাকায় স্কয়ার হাসপাতালে দুপুর সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস গত ১৮ নভেম্বর বুধবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং তাঁর রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টার যোগে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা স্কয়ার হাসপাতাল থেকে তার চাচাতো বোন শাহিনা আক্তারসহ পরিবারের সদস্যরা।

জানা গেছে, সন্ধ্যা নাগাদ তার মরদেহ ঢাকা থেকে নড়াইল এসে পৌঁছাবে। মৃত্যুকালে তিন ছেলে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার এই মৃত্যুতে নড়াইলে শোকের ছায়া নেমে এসেছে এবং নেতৃবৃন্দরা সমবেদনা জ্ঞাপন করেছেন।

খুলনা গেজেট/এনএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন