Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে পানি নিস্কাশনের সুপরিকল্পিত ও স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে পানি নিস্কাশনের সুপরিকল্পিত ও স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ( ৩ জুন) নড়াইল পৌরসভার ২ নং ওয়ার্ডবাসী (বরাশুলা ও ভাটিয়া) এলাকার আয়োজনে সকাল সাড়ে ১১ টায় আদালত সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সামান্য বৃষ্টি হলে নড়াইল পৌরসভার বরাশুলা-ভাটিয়া আবাদী মাঠ জলাবদ্ধ হয়ে পড়ে। ফসলের ব্যাপক ক্ষতি হয়।

আয়োজকদের পক্ষে বরাশুলা গ্রামের মো. নাসির উদ্দিন বলেন, বিভিন্ন সময়ে এ বিষয়ে সামান্য কিছু পদক্ষেপ নেয়া হয়েও তা স্থায়ী হয়নি। তার ফলে আমাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে হচ্ছে। এ বিষয়ে স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন । মানববন্ধন শেষে নেতৃবৃন্দ নড়াইল পৌরসভার বর্তমান প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, নড়াইল পৌরসভায় পরিকল্পিত ড্যানেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতে বরাশুলা, ভাটিয়া, দূর্গাপুর, গোচর, আলাদাতপুর, ভাদুলিডাঙ্গা, মহিষখোলা কলেজপাড়া, ভওয়াখালী, মাছিমদিয়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার দেখা দেয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন