Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মধুমতী নদীর আস্তাইল এলাকায় আদালত কর্তৃক ইজারা স্থগিত ঘোষিত চরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সাইদুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ জুন) বিকালে লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, সাইদুর রহমান মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়াগাছিয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ওই এলাকায় অনুমতি ছাড়াই বালু উত্তোলন করছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে তাৎক্ষণিক জরিমানার পাশাপাশি এলাকা ত্যাগের নির্দেশ দেন।

লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন