Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নাশকতার মামলার আসামি আওয়ামী লীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেপ্তার

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলার অন্যতম আসামি লক্ষীপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন চৌধুরী (৬৫)কে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৩এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার উলা গ্ৰামের চৌধুরী বাংলো মিনি পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খোকন চৌধুরী লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামের মৃত ঈমান উদ্দীন চৌধুরীর ছেলে ও বাংলাদেশের সুনামধন্য তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান ব্লু-ড্রীম কোম্পানির মালিক স্বপ্নীল চৌধুরী সোহাগ এর বাবা।

গত ৯ ডিসেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু ২৯৫ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৩শ থেকে সাড়ে ৩শ জন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আসামি করে লোহাগড়া থানায় নাশকতার মামলা দায়ের করেন।

মিজানুর রহমান খোকন চৌধুরীর গ্রেপ্তার সম্পর্কে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, নাশকতার একটি মামলায় খোকন চৌধুরীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন