Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত, আহত ১০

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় দুই গ্রুপের সংঘর্ষে আকবার শেখ (৬৭) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আকবার শেখ উপজেলার লাহুড়িয়া গ্রামের মেকরেত শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সোমবার বিকেলে দু’পক্ষ দেশীয় অস্ত্র রামদা, ঢাল, সড়কী নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে মনিরুল গ্রুপের আকবর শেখ নামে সাবেক এক সেনা সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান,দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন