Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শিশু ধর্ষণের চেষ্টায় কিশোর গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় ৭ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কালিয়ার সুমেরুখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত কিশোর কালিয়ার চাচুড়ী ইউনিয়নের সুমেরুখোলা গ্রামের শহিদুল শিকদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কালিয়ার সুমেরুখোলা গ্রামে বাড়ির কাছে মুদি দোকানে ডিম কেনার জন্য যায় শিশুটি। ডিম কিনে ফেরার পথে শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত কিশোর পার্শ্ববর্তী সুমেরুখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে উদ্ধার করে, এ সময় ধর্ষণচেষ্টাকারী কিশোর পালিয়ে যায়।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা গতকাল রাতে জানতে পেরে রাতেই অভিযুক্ত কিশোরকে আটক করেছি। শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন,অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন