Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় যুবককে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়ামল্লিকপুর গ্রামের গফ্ফার শেখের ছেলে সাজ্জাদ শেখ (৪০) কে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।

রবিবার রাত ১১ টার দিকে সাজ্জাদ তার মাছের ঘেরে যাওয়ার পথে ওই গ্রামের মৃত মোহাম্মদ মল্লিকের ছেলে আরব মল্লিক সহ ৮/৯ জন দূর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করে। সাজ্জাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান বলেন, ঘটনা শুনেছি এখন পর্যন্ত মামলা হয় নাই অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন