Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আকবর হোসেন (৭০) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে নড়াইল-কালনা সড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তা সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আকবর হোসেন উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের মৃত শরীফ সুলতান আহম্মদের সন্তান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইল-কালনা সড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন