Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, শিশুসহ আহত ৪

নড়াইল প্রতনিধি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাফিয়া আক্তার (৪৩) নামে এক মহিলা নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে নড়াইল-যশোর সড়কের করিমপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় দুই শিশুসহ আরো চারজন আহত হয়েছে।

পুলিশ ও স্বজনসুত্রে জানাগেছে, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার সাফিয়া আক্তার তার মেয়ের জামাই বাড়ি নড়াইল সদর উপজেলার তুলারামপুর থেকে আত্মীয় স্বজন নিয়ে নিজবাড়ি বাঘারপাড়ায় ইজিবাইকে করে ফিরছিলেন। পথিমধ্যে করিমপুর এলাকায় পৌছাঁলে তাদের বহনকারী ইজিবাইকটিকে যশোর থেকে নড়াইলগামী একটি বাস ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রীরা ছিটকে রাস্তার ওপর পড়ে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠালে কতর্বরত চিকিৎসক গুরুতর আহত সাফিয়াকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত নূর জাহান বেগম, তামান্না, শিশু হাবিবা (১০) ও শিশু সুমাইয়া(৩)কে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আহত নূরজাহান ও তামান্নার অবস্থায় গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন