Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে তৌহিদী জনতার প্রতিবাদ সমাবেশ

নড়াইল প্রতিনিধি

রাসুল হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র ফ্রান্সে প্রদর্শনের প্রতিবাদে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী বাজার ফুটবল মাঠে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে রাসুল (সাঃ) প্রেমিক তৌহিদী জনতার উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়। এসময় ফ্রান্সের প্রেসিডেন্টের জুতা-স্যান্ডেল প্রদর্শন করা হয় এবং কুশপত্তলিকা দাহ করাসহ সরকারের কাছে বিভিন্ন দাবী জানানো হয়।

পেড়লী’র রাসুল (সাঃ) প্রেমিক তৌহিদী জনতার উদ্যোগে সমাবেশে হাবিবুল আলম বীরপ্রতীক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহ্মুদুল হক আবু জাফর, পেড়লী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফুরকান শেখ, পেড়লী শামসুর রহমান কওমি মহিলা মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা ফিরোজ আহমেদ, মাওলানা লোকমান হুসাইন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ফজলুল করিম, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা ওমর ফারুক, মাওলানা মহিউদ্দিন, মাওলানা তামজিদ হাসান, হাফেজ মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আলামীন হুসাইন, ক্বারী জামাল উদ্দিন, মাওলানা বায়জীদ হোসেন, শেখ আবু মুছা রানা, হাফিজুর রহমান, রাসেল মোল্যা, শেখ জান্নাতুল ফেরদৌস, কাবিল মোল্যা, মুহাব্বত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা ব্যাক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপনের দাবি জানান।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন