Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার পার শালনগর গ্রামে পানিতে ডুবে ফাতেমা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শিশু ফাতেমা খানম (২) লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের পার শালনগর গ্রামের মো.ফজলু রহমানের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা, খেলা করতে করতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজা-খুঁজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে এক প্রতিবেশি। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (অপারেশন) মো.মেহেদী হাসান বলেন, ঘটনাটি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন