Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মধুমতি থেকে ২৪ ঘন্টার ব্যবধানে এবার নারীর লাশ উদ্ধার

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদী থেকে ২৪ ঘন্টার ব্যবধানে ভেসে আসা আরও এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে উপজেলার বড়দিয়া নৌ-পুলিশ।

মঙ্গলবার (১৬জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মধুমতী নদীর ঘাঘা এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় মানুষজন মধুমতী নদীর ঘাঘা এলাকায় একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখে লোহাগড়া থানা ও বড়দিয়া নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. এম. মো. বিল্লাল হোসেন বুধবার সকালে বলেন, উপজেলার ঘাঘা এলাকায় মধুমতী নদী থেকে এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এখনও নিহতের নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, সোমবার (১৫ জুলাই) সকালে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা এলাকা থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন