Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের মোসা: পারুল বেগম (৩৮) নামের এক গৃহবধূর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত মোসা: পারুল বেগম সারুলিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান কচির স্ত্রী। সাজ্জাদুর রহমান কচি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

মঙ্গলবার (৯জুলাই) বিকাল পৌনে ৪ টার দিকে পারুল বেগম গোসল শেষে ভেজা কাপড় পাল্টানোর জন্য বাড়ির ভেতরে আসেন। এ সময় তিনি অসতর্কবশত: বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পারুল বেগম স্বামীসহ ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন