Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

গেজেট ডেস্ক

নড়াইলের কালিয়ায় আনিচ শেখ (৩৬) নামে এক যুবক কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) রাতে উপজেলার কলাবাড়িয়া চর কান্দিপাড়া টুকু মোল্লার ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত আনিচ শেখ উপজেলার কলাবাড়িয়া গ্রামের মোশারেফ শেখ ওরফে মোশা শেখের ছেলে ও কলাবাড়িয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড সদস্য(মেম্বার) সোহেল শেখের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী জিন্নাতের মুদি দোকানে বসেন। কিছু সময় পর দোকান থেকে বের হয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলে ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তের দল তাকে ধাওয়া করে। জীবন বাঁচাতে দৌড়ে বাড়ির পাশে টুকু মোল্লার ইটভাটায় পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়ার পথে আনিচের মৃত্যু হয়।

নড়াগাতী পরিদর্শক (তদন্ত) মো. বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। নিহতের মরদেহ খুলনা মেডিকেলে মর্গে রাখা আছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন