Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় মধুমতি নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু রাবেয়ার (৫) লাশ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শিয়েরবর গ্রামের মধুমতি নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

রাবেয়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামের মোঃ হিরু মোল্যার মেয়ে।

পুলিশ নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সমবয়সী অন্যান্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে যায় রাবেয়া। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও রাবেয়া বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নদীর পাড়ে ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি দল ঘটনাস্থলে যায়। কিন্তু সেদিন রাত হয়ে যাওয়াতে উদ্ধার অভিযান করতে পারেনি তারা। পরে আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা রাবেয়ার লাশ নদীতে ভাঁসতে দেখে। এরপর পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগ জামান মুঠোফোনে বলেন, গতকাল সন্ধ্যার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে রাত হয়ে যাওয়ায় ডুবুরিরা উদ্ধার অভিযান করতে পারেনি। মঙ্গলবার উদ্ধার অভিযান হওয়ার কথা ছিল। কিন্তু সকালে ঘটনাস্থলেই তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেছেন বলে জানতে পেরেছি।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন