Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সেনাবাহিনীতে চাকুরির প্রতারণার অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক

খুলনায় র‌্যাব-৬ সদস্যরা একটি বিশেষ আভিযানিক দল সেনাবাহিনীতে চাকুরির প্রতারণার অভিযোগে মোঃ সোহেল রানা (২৫)কেেআটক করেছে।  গোপন সংবাদের  ভিত্তিতে সোমবার (০৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে আটক করে। সোহেল নড়াইল সদরের ফুলবাড়ি গ্রামের মো. ওহিদুল মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, সোহেল রানা খুলনার খানজাহান আলী থানা এলাকায় চাকুরি দেয়ার নামে এক চক্র প্রতারক বিভিন্ন ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। ইতিমধ্যে বেশ কিছু ভূয়া নিয়োগপত্র ভূক্তভুগিদের প্রদান করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃত আসামীকে কেএমপি খুলনার খানজাহান আলী থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে প্রতারনার মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন