বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

চিত্রা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে চিত্রা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোবরা খেয়াঘাট এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চিত্রা নদীর তীরে অজ্ঞাতনামা এক নারীর লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোয়েটার পরিহিত অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের ধারণা, পানিতে ডুবেই ওই নারীর মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া মরদেহর পরিচয় শনাক্তেও কাজ করছে পুলিশ।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন