Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রাতের খাবার খেয়ে একই পরিবারে চারজন অচেতন, হাসপাতালে ভর্তি

অভযনগর প্রতিনিধি

গত মঙ্গলবার গভীর রাতে অভয়নগরের বিভাগদী গ্রামে একই পরিবারে চার জন অচতেন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুই জনের জ্ঞান ফিরলেও অপর দুইজন এখনও অচেতন রয়েছেন।

জানা গেছে, উপজেলার বিভাগদী গ্রামের বিষ্ণু দাসের পরিবারের চারজন গত মঙ্গলবার রাতে স্বাভাবিকভাবে রাতের খাবার খাওয়ার জন্য দুপুরের খাবারটা গরম করে খেয়ে নেন। খাবার খাওয়া শেষ হওয়ার সাথে সাথে কম- বেশি কাছাকাছি সময়ের ব্যবধানে একই পরিবারের চারজন অর্থাৎ বিষ্ণু দারেস স্ত্রী রীতা রানী দাস (৭৫), ছেলে বউ- সিমা রানী দাস (২৫) ছেলে- চঞ্চল দাস (৪৫) ও পুতনী বিন্দা রানী দাস (৫) অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে গভীরভাবে অচেতন হয়ে পড়েন। সে সময় শুধুমাত্র বিষ্ণু দাস বয়সের কারণে ভাত না খেয়ে রাতে রুটি খান। যার কারণে তিনি অসুস্থ হননি। পরিবারের বাকী চারজন অসুস্থ হলে সাথে সাথে তিনি পাড়ার লোকজন ডেকে তাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার ব্যবস্থা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষ্ণু দাসের ছেলে বউ সিমা রানী দাস ও পুতনী বিন্দা রানী দাস একটু সুস্থ বা জ্ঞান ফিরলেও অপর দুইজন অচেতন রয়েছেন।

এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার  ফারজানা এর সাথে কথা বললে তিনিও নিশ্চিত করেন। বলেন, রাতের খাবারের পর পরই তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন