Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইল ১ আসনে স্বামী-স্ত্রীর লড়াই হবে নৌকা-ঈগলে

লোহাগড়া প্রতিনিধি

নড়াইল – ১ আসনে স্বামী বিএম কবিরুল হক মুক্তির নৌকার বিপরীতে স্ত্রী চন্দনা হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ঈগল প্রতীক নিয়ে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী নড়াইল – ১ আসনে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ১ আসন (কালিয়া ও নড়াইল সদরের আংশিক) আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক পাওয়া প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক পেয়েছেন।

নড়াইল- ১ আসনে মোট ৬ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি (নৌকা), তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল), জাতীয় পার্টির মিল্টন মোল্যা (লাঙ্গল), জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম (হাতুড়ি), তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী (সোনালি আঁশ) ও জাতীয় পার্টি (মঞ্জু) শামীমা পারভীন ইয়াসমিন (বাইসাইকেল) ।

জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের মধ্যে নড়াইল-১ (কালিয়া- নড়াইল সদরের একাংশ) আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নের মোট ভোটার ২,৭৫,৪০৩ জন। এরমধ্যে ১,৩৯,০১০ পুরুষ এবং ১,৩৬,৩৯৩ জন নারী ভোটার রয়েছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন