Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের তালতলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর-নড়াইল-লোহাগড়া-ঢাকা সড়কের তালতলা নামক স্থানে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের (গাজীপুর-জ ০৪-০২৭৭) কালনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বাসটি তালতলা এলাকায় পৌঁছালে যশোরগামী লোকাল পরিবহন (ঢাকা মেট্রো-১৪-৯৭৭৫) গাটিকে ধাক্কা দেয়। এতে ১০ জন আহত জন। আহতদের বেশিরভাগই লোকাল পরিবহনের যাত্রী। তাদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বলেন, হানিফ পরিবহন অতিরিক্ত গতি থাকার কারণে এবং একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা লোকাল বাসের সংঘর্ষে ঘটে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। একজন চালক আহত অন্যজন পলাতক রয়েছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন