Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে মাদক মামলায় ৩ নারীর যাবজ্জীবন

গেজেট ডেস্ক

নড়াইলে মাদক মামলায় তিন নারীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে শাহিদা বেগম (৪০), একই এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৩৮) ও গোপালগঞ্জের নিজড়া সরদার পাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে পেয়ারা বেগম (৪০)।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ অক্টোবর লোহাগড়ার জয়পুর খেয়া ঘাটে পারাপারের সময় তল্লাশিকালে শাহিদার কাছ থেকে ৪০ বোতল, ফাতেমার কাছ থেকে ২৫ বোতল ও পেয়ারা বেগমের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আট সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন