বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে সামিউল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১১ টার দিকে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের চর-শালিখা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ফকির পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু সামিউল ওই গ্রামের কামরুল এর ছেলে।

নিহতের স্বজন সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির উঠানে খেলছিল সামিউল এসময় তার মা ঘরে কাজে ছিলেন। কিছু সময় পরে বাড়ির উঠানে তাকে দেখতে না পেয়ে এদিক–ওদিক খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। কিছু সময় পরে বাড়ির পাশে পুকুরে শিশু সামিউলের মরদেহ ভাঁসতে দেখে তার মা উদ্ধার করে। পরে স্বজনরা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু সামিউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন