Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মো. নুর ইসলাম ওরফে নুর মিয়া (৬০) নামে এক প্রতিবন্ধী ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চরশামুকখোলা গ্রামে ওই প্রতিবন্ধীর নিজ বাড়ির ঘরে ফ্যানের হুকের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলান্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই ব্যক্তি উপজেলার চরশামুকখোলা গ্রামের মৃত আব্দুল বারিক শেথের ছেলে।

পুলিশ জানায়, গত বধুবার দিবাগত রাতের কোনো এক সময় নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছায় এবং ওই প্রতিবন্ধীর নিজ ঘরের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে তার লাশ থানা নিয়ে আসা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্নহত্যা তা ময়নাতদন্তের রির্পোট পেলে জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন