বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

লোহাগড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬ টায় লোহাগড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের লক্ষীপাশা খেয়াঘাটস্থ নবগঙ্গা নদীর দক্ষিণ পাড়ে সঞ্জয়ের মিষ্টির দোকানের নিচে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ও লোহাগড়া ফায়ার সার্ভিস এর যৌথ সহযোগিতায় ওই স্থান থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরনে ছিল প্যান্ট এবং গায়ে জামা ছিল। মৃত ব্যক্তির মুখমণ্ডল বিকৃত অবস্থায় ছিলো।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ঐ ব্যক্তির মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদরে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন এখন পর্যন্ত ব্যক্তিটির পরিচয় পাওয়া যায় নি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন