বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

কলারোয়ায় ৩টি এয়ারগানসহ কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ১

কলারোয়া প্রতিনিধি

নড়াইল এর কলারোয়ায় ৩টি এয়ারগানসহ ও বিপুল পরিমান এয়ারগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সে যশোর জেলার শার্শা থানার পারের কায়বা গ্রামের রমজান আলী দালালের ছেলে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা শীকার করে বলেন ২০ জুলাই সকালে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সীমান্ত এলাকা থেকে ৩টি এয়ারগান ও বিপুল পরিমান এয়ারগানের কার্তুজ উদ্ধার করা হয়। এসময় ইব্রাহিম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন