বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

লোহাগড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে বেড়িবাঁধ সংলগ্ন জলাশয়ে পানিতে ডুবে তিথী খানম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিথী খানম চরকরফা গ্রামের ইমরুল কাজীর মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (১৪ জুন) সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে বেড়িবাঁধ সংলগ্ন পুকুরে পড়ে যায়। একপর্যায়ে পুকুরের পানিতে তিথী খানম কে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন