বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

বিদ্যুতের তারে জড়িয়ে শরীর ঝলসে গেল শ্রমিকের

 লোহাগড়া প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুতের ৩৩কেভি লাইনের তারে জড়িয়ে সোহেল শেখ (৩৫)নামের এক শ্রমিকের শরীর ঝলসে গেছে। প্রথমে লোহাগড়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা আদর্শ পাড়ার মুনছুর শেখের ছেলে সোহেল শেখ বুধবার (২৪মে) বিকাল ৩টার দিকে প্রতিবেশী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আতিয়ার রহমানের বাড়ীতে ভবনের ছাদে পরিস্কার পরিচ্ছতার কাজ করতে যায়। এ সময় সে অসাবধানতা বশতঃ হাত উচু করলে ভবনের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের তারের সাথে জড়িয়ে সোহেলের শরীর পুড়ে ঝলসে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন