বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

কালিয়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় ‍উপজেলা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চর ডুমুরিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত গৃহবধু শারমিন ওই গ্রামের শিহাব শিকদারের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, ৮ মাস আগে শিহাব শিকদারের সাথে শারমিনের সাথে পরিচয় হয়। এরই ধারাবাহিকতায় ২ মাস পূর্বে গোপনে তাদের বিয়ে হয়। বিয়ের পর শারমিন শিহাবের বাড়িতে এসে জানতে পারে তার স্বামীর আগে বিয়ে ও ২টি সন্তান রয়েছে। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ লেগে থাকে। ঘটনার দিনে প্রথম স্ত্রীর সাথে ফোনে কথা বলা নিয়ে তাদের উভয়ের মধ্যে বিরোধ বাধে। পরবর্তীতে সে আত্মহত্যা করে।

এ ব্যাপারে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, শারমিন আক্তার ঘরের আড়ার সঙ্গে ওড়ানা পেচিয়ে ঝুলে ছিল। প্রতিবেশীরা তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ নিচে নামায়। পরবর্তী মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

খুলনা গেজেট/ এসজেড

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন