বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

তিন বছরের সাজা এড়াতে লাপাত্তা ৯ বছর! 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মাদক মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. হানিফ খাঁকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত আসামি মো. হানিফ খাঁ লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত-তোরাফ খাঁ এর ছেলে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বৃহস্পতিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে গোপিনাথপুর তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  তিনি মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ ৯ বছর পলাতক ছিল। এছাড়াও সে নড়াইল সদর ও লোহাগড়া থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

এদিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন