বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

লোহাগড়ায় তিন বাড়িতে চুরি

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের নারানদিয়া গ্রামের তিনটি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে । চোরের দল ওই তিনটি বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণ এবং দামী শাড়ি কাপড় চুরি করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে এ চুরির ঘটনা ঘটেছে । খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বেশ কিছু আলামত উদ্ধার করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার জয়পুর ইউনিয়নের নারানদিয়া গ্রামের সুবাস চন্দ্র বিশ্বাস, শ্রীপতি বিশ্বাস ও প্রভাত বিশ্বাসের বাড়িতে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ২ টার দিকে ৭/৮ জনের একদল চোর গেটের তালা কৌশলে ভেঙে ভেতরে ঢুকে ওই তিন বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা,প্রায় ১৫ ভরি সোনা এবং দামী শাড়ি চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে রাতেই টহল পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো : নাসির উদ্দিন ওই তিন বাড়িতে চুরির ঘটনা স্বীকার করে বলেন, চোরের দল কৌশলে বাড়ির লোকজনকে খাবারের সাথে চেতনানাশক পদার্থ মিশিয়ে অচেতন করে রাতে চুরি সংঘটিত করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে । লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন