বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

লোহাগড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক ২

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ৮ ম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়  মূল হোতাসহ দু’ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী স্কুলছাত্রী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আটক হওয়া যুবকেরা হলেন, উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামের সাফায়েত মোল্যার ছেলে রিফাত মোল্যা ও কুবাদ মোল্যার ছেলে হাবিবুর রহমান ।

পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে ধর্ষণের শিকার ওই ছাত্রী তার বাড়ি থেকে ২০০ গজ দূরে চাচার বাড়িতে ভাইকে এগিয়ে দিতে যায়। ফেরার পথে পাশের বেলটিয়া গ্রামের রিফাত ও হাবিবুর তাকে জোর করে পাশের বাগানে নিয়ে যায়। পরে তারা স্কুল ছাত্রীকে ইচ্ছা বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে রিফাত পালিয়ে যায়। এ সময় জনতা রিফাতের সহযোগী হাবিবুরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ স্কুল ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। হাবিবুরকে পুলিশ থানায় নেয়। রাতেই অভিযান চালিয়ে মূলহোতা রিফাতকে আটক করে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন দুইজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, সুস্থ্য হলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন