বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিছ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বর গিয়ে শেষ হয়। সেখানে মেলার উদ্বোধন, আলোচনাসভা, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, সড়কের পাশে গাছ রক্ষণাবেক্ষণ ও উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। মেলায় ফলজ,বনজ,ফুলের চারাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ২০টি স্টল বসেছে।

বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি শরীফ মুনির হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নার্সারী মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামী ২৬ আগস্ট বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন