বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে অধ্যক্ষ লাঞ্চিত : ওসির পর ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার

গেজেট ডেস্ক

নড়াইলের শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে সদর থানার ওসিকে প্রত্যাহারের পর এবার মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শেখ মোরছালিনকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা পুলিশের এক আদেশে রোববার বিকেলে তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নড়াইল সদর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান এ বিষয়ে বলেন, ‘শেখ মোরছালিনকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তিনি বর্তমানে নড়াইল জেলা পুলিশ লাইনে সংযুক্ত আছেন।’

এর আগে রোববার সকালে ওসি মো. শওকত কবিরকে থানা থেকে প্রত্যাহার করে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন