বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

লোহাগড়ায় তিন কেজি গাঁজাসহ মহিলা ব্যবসায়ী গ্রেপ্তার

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ তিন কেজি গাঁজাসহ এক মহিলা মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। আটক লিপি বেগম (২৬) লাহুড়িয়া ইউনিয়নের পঁচাশিপাড়ার আনিস মোল্লার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে  লোহাগড়া থানার এসআই মামুনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ  লাহুড়িয়া ইউনিয়নের পঁচাশিপাড়ার আনিস মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ আনিসের স্ত্রী লিপি বেগমকে গ্রেপ্তার করেছে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক লিপি বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ  ( ওসি ) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন