বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

লোহাগড়ায় চাল আত্নসাতে ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের নামে দুদকের মামলা

লোহাগড়া প্রতিনিধি

ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.মতিয়ার রহমানের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। মামলায় আরো দুইজনকে আসামি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন যশোর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মোশারফ হোসেন ঘটনা তদন্ত শেষে সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার যশোরের জেষ্ঠ্য স্পেশাল জজ আদালতে বাদী হয়ে এ মামলা করেন। মামলা নাম্বার (১৫/২০২২)।

মামলার অন্য আসামিরা হলেন লোহাগড়া খাদ্য গুদামের প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে ঝিনাইদহ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামরান হোসেন, উপজেলার শারুলিয়া গ্রামের মো.মুজিবর রহমানের ছেলে চাল ব্যবসায়ী মো.শাহাবুর রহমান(৩২)।

কাশিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্য বলেন বর্তমানে তিনি গা ঢাকা দিয়ে আছেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন