রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি

নড়াইল-ফুলতলা সড়কের নড়াইল পৌরসভার ধোপাখোলা মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গোবরা মিত্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শান্ত মন্ডল (২০) নিহত হয়েছেন। রোববার (১৫ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত নড়াইল পৌরসভার উজিরপুরের রাজা মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্ত মোটরসাইকেলযোগে বাড়িতে যাওয়ার সময় ধোপাখোলা মোড়ে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।

নড়াইল সদর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনায় আহত ভ্যানযাত্রী রাধিকা বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, নুপুর বিশ্বাস ও শিশু পাপ্পুকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন