Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আনসার আল ইসলামের বিভাগীয় নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নড়াইল থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মোঃ রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সদস্যরা। সোমবার (২৫ এপ্রিল) বিকালে জেলার সদরের তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে আওরিয়া ইউনিয়নের তালতলা ৬নং ওয়ার্ডের মোঃ রবিউল শেখ রবির ছেলে।

র‌্যাব-৬  একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৪টার দিকে নড়াইল জেলার সদর থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার-আল-ইসলাম’ এর বিভাগীয় নেতা মোঃ রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার-আল-ইসলাম’ এর কর্মকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নড়াইল সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন