Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় চাঞ্চল্যকর সোহেল খাঁন হত্যা মামলার আসামী আটক

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় চাঞ্চল্যকর সোহেল খান হত্যা মামলার এজাহারভুক্ত একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী রানা শেখ( ২৬) উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত সাইফুল শেখের ছেলে এবং সোহেল খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।

রোববার রাতে কুমড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। চাঞ্চল্যকর সোহেল খান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার এসআই জয়দেব বসু আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আসামী রানা শেখকে সোমবার দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে এবং আদালতের মাধ্যমে রিমান্ডে আনার আবেদন করা হয়েছে। উল্লেখ্য, লোহাগড়া উপজেলার সন্ত্রাসী জনপদ হিসেবে পরিচিত কুমড়ি গ্রামের বদিয়ার খানের ছেলে এবং জেলা পুলিশের বিশেষ শাখার ( ডিএসবি ) তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল খান সম্প্রতি শ্বশুর বাড়ি পাশ্ববর্তী কোটাকোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় নৃশংসভাবে খুন হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, অন্যান্য আসামিদের ধরতে নিয়মিত অভিযান চলছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন