Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের নড়াগাতিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার সকালে নড়াগাতী থানায় মামলাটি করেন শিশুটির মা। অভিযুক্ত কিশোর শিমুল মোল্যা পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, শনিবার সন্ধ্যায় নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে ওই ঘটনা ঘটে। প্রতিবেশি কালিনগর গ্রামের নুরো মোল্যার ছেলে শিমুল মোল্যা (১৫) বাড়ির পাশের বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।তখন শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে কিশোর শিমুল মোল্যা পালিয়ে যায়। এরপর তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে নড়াগাতী থানায় শিশুটিকে আনা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিমুল মোল্যার নামেই নড়াগাতী থানায় মামলা হয়েছে। তাকে গ্রেফতারের পুলিশের অভিযান অব্যহত রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন