Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে হত্যা মামলার আসা‌মি‌ সোহেলকে কু‌পিয়ে খুন

নিজস্ব প্রতি‌বেদক, নড়াইল

নড়াইলে লোহাগড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি সোহেল খাঁন (৪০) কে কুপিয়ে হত্যা করেছে দূবৃর্ত্তরা। বৃহস্পতিবার(১৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া পূর্বপাড় গ্রামে এই ঘটনা ঘটে।

সোহেল উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বদির খানের ছেলে এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

তাঁর নামে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশ, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ানসহ চারটি হত্যা ও অস্ত্র মামলাসহ ১৩টি মামলা রয়েছে। এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকালাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোহেল আইনশৃংখলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। রাতে তিনি বাড়ির নিকটবর্তী শ্বশুরবাড়ি দিঘলিয়া পূর্বপাড় গ্রামে অবস্থান নেন। রাত সাড়ে ১২টার দিকে তাঁরা স্বামী-স্ত্রী দুজন ঘর থেকে বের হয়ে পাশের রাস্তায় দাঁড়ান। এসময় কয়েকজন দূবৃর্ত্ত ধারালো অস্ত্রদিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ‘লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন