Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলে সারের জন্য কৃষক লাঞ্চিত করার সংবাদ প্রচার করায় সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ এপ্রিল) বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে জেলা কৃষক লীগ, জেলা মৎস্যজীবী লীগ ও হিউম্যান রাইটস ডিফেল্ডার্স ফেরাম (এইচ আর ডিএফ) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আতিক মহিদ, কৃষক নেতা খন্দকার শাহেদ আলী শান্ত, লাঞ্চনার শিকার কৃষক আলী মোহাম্মদ মন্ডল প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি নড়াইল পৌরসভার উজিপুরের কৃষক আলী মোহাম্মদ মন্ডল সার কিনতে গেলে ডিলার হাসানুজ্জামানের দোকানের কর্মচারি তাকে শারিরীকভাবে লাঞ্চিত করে। এ সংবাদ প্রচারিত হওয়ায় সাপ্তাহিক ও অনলাইন সংস্করণ ‘নড়াইলকণ্ঠ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ ৫জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত ২৩ মার্চ নড়াইল পৌরসভার বিসিআইসির সার ডিলার মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে খুলনা বিভাগীয় ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন লোহাগড়ার কাজী আনিচ, নড়াইল পৌরসভার উজিপুরের কৃষক আলী মোহাম্মদ মন্ডল, কুড়িগ্রামের শাহেদ আলী শান্ত ও নড়াইল গ্রামের বাকিউল আজম।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন