Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ২

লোহাগড়া প্রতিনিধি

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে মাদ্রাসার শিক্ষার্থী মোঃ রামিম শেখ (১৫) নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।

শুক্রবার (৪ মার্চ) রাত ৮ টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী-শিংগাশোলপুর সড়কে রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমিম শেখ উপজেলার আমতলা গ্রামের সিরাজ শেখের ছেলে। সে স্থানীয় কওমী মাদরাসার ইয়াজদাহম শ্রেণিতে পড়াশুনা করত।

আহত দুই জন উপজেলার চাচুড়ী গ্রামের তরিকুল মুন্সির ছেলে অন্তর মুন্সি (১৬) ও কদমতলা গ্রামের আকিবর বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস (১৭)।

পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, রামিম শুক্রবার বিকেলে তার দুই সহপাঠী রাহুল ও অন্তরকে সঙ্গে করে মাদ্রাসা থেকে নিজেদের বাড়ি গিয়ে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। রাতে রঘুনাথপুর-নড়াইল আঞ্চলিক সড়কের রঘুনাথপুর এলাকায় একটি ইজিবাইকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনজনই গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমিমকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনা গেজেট/ এস আই

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন