Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় যুবকের লাশ উদ্ধার

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় বাবু শিকদার (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মানিকগঞ্জ বাজারের পাশের একটি বাড়ির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার সুলটিয়া গ্রামের আজিবার শিকদারের ছেলে।

পুলিশ জানায়, বাবু সিকদার গত ১০-১৫ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। গতরাতে স্থানীয়রা মানিকগঞ্জ বাজারের পাশের একটি বাড়ির নিচতলায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে বলেন, নিহত বাবু একজন প্রতিবন্ধী তার একটি পা ছিলো না। সে নিখোঁজ ছিলো কয়েকদিন যাবৎ।

তিনি আরও বলেন, তার শরীরের আঘাতের চিহ্ন নেই তবে গলায় একটি দাগ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন