Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সড়ক দুর্ঘটনায় আহত হাসিবও চলে গেলেন না ফেরার দেশে

লোহাগড়া প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাসিব ভূইয়াও চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার রাত সোয়া ১০ টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত হাসিবের বাড়ি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে। হাসিবের পিতা লিয়াকত ভূইয়া মঙ্গলবার রাত ১১ টার দিকে মুঠোফোনে ঢাকা থেকে তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত সোমবার রাত পৌনে ১১ টার দিকে লক্ষ্মীপাশা-মহাজন সড়কের খলিশাখালি এলাকায় বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় ট্রলির হেলপার শ্রমিক হাসিব ভূইয়া ( ২০) গুরুতর আহত হয়। এ সময় চালক সুজন ও আরোহী ইলিয়াস শেখও আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত ইলিয়াসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার দিকে তিনি মারা যান।

অপর আহত হাসিবকে রাতেই ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসিবও চলে গেলেন না ফেরার দেশে। দুর্ঘটনায় আহত সুজন যশোরের আব্দুর রউফ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় করফা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন