Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় ঢাকা বাংলা বাজারের বই ব্যবসায়ী হাসান পারভেজ (৪৩) ও তার প্রবাসী বন্ধু মশিয়ার রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে লোহাগড়া-কালনা যশোর মহাসড়কের মাইটকুমড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চরশালনগর গ্রামের মরহুম আতিয়ার রহমানের ছেলে ঢাকা বাংলাবাজার এলাকার বই ব্যবসায়ী হাসান পারভেজ বাড়ীতে এসে প্রবাসী বন্ধু নিউ লোহাগড়ার হিরু ভূইয়ার ছেলে মশিয়ার রহমান ভূইয়াকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে মধুমতি নদীর উপর নির্মাণাধীন দৃষ্টিনন্দন কালনা সেতু দেখতে যাওয়ার পথে মাইটকুমড়া এলাকায় পৌছালে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে তারা দুইজন গুরুত্বর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে পারভেজ মারা যায় এবং পরের দিন বৃহস্পতিবার বন্ধু মশিয়ার (৪৩) মারা যায়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন