Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়ায় মোটর সাইকেলের চাপায় স্বর্ণ ব্যবসায়ী আন্জু সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। চালক ও তার সহযোগী আহত হয়েছেন। শুক্রবার রাত ১০ টার দিকে পৌরসভার চাঁদপুর তাবলীগ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আঞ্জু সরদার চাঁদপুর গ্রামের মৃত কিনাই সরদারের ছেলে।

এছাড়া মোটরসাইকেল চালক শিমুল (২৫) ও রেজাউল কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

জানা যায়, শুক্রবার রাতে স্বর্ণ ব্যবসায়ী আঞ্জু সরদার তার স্বর্ণের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। চাঁদপুর তাবলীগ পাড়ার মধ্যে পৌঁছালে উত্তর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। তখন তাকে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার আঘাত গুরুতর হওয়ায় তৎক্ষণিক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে। খুলনা জেলখানা ফেরিঘাটে পৌঁছালে আনুমানিক রাত ১০টায় তার মৃত্যু হয়। শনিবার জোহর নামাজবাদ তার জানাযা শেষে চাঁদপুর কবরস্থানে দাফন করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন