Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইল উন্নয়ন সমন্বয় সভায় অংশ নিলেন মাশরাফী বিন মোত্তর্জা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা জেলা উন্নয়ন সমন্বয় সভায় অংশ নিয়েছেন। রবিবার বেলা ১১ টায় তিনি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আসাদ-উজ-জামান মুন্সীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময়ে প্রত্যেক দপ্তর তাদের উন্নয়ন কার্যাবলী এবং চলমান কাজের অগ্রগতি উপস্থাপন করেন। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা সকলের কথা শোনেন এবং এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন