Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে পৃথক দুটি মামলায় দু’জনের আমৃত্যু কারাদন্ড ও একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে পৃথক দুটি মাদক মামলায় দুইজনকে আমৃত্যু কারাদন্ড ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের বিভিন্ন অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১২ সালের ১০ নভেম্বরের যশোর জেলার চৌগাছা এলাকার খোকন আহম্মেদ মন্ডলের ছেলে মোঃ জুয়েল রানা এবং আহসান মোল্যার ছেলে জহুরুল ইসলাম নড়াইল যশোর সড়কের চাচড়া এলাকায় ২০২ বোতল ফেনসিডিল ইঞ্জিনচালিত ভ্যান করিমনসহ আটক হন। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন কারাদন্ড (আমৃত্যু) ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। বর্তমানে আসামী দু’জনই পলাতক রয়েছে। তাদের আটকের পর থেকে সাজা কার্যকর হবে।

অপর মামলার আসামী যশোর কোতয়ালী থানার খোজারহাট এলাকার অজিত দেবনাথের ছেলে কার্ত্তিক দেবনাথ নড়াইল সদরের আবাদগ্রাম এলাকা থেকে ২০১৩ সালের ১১ অক্টোবর ৫২ বোতল ফেনসিডিলসহ আটক হয়। স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ডের আদেশ দেন। রায়ের সময় আসামী কার্ত্তিক দেবনাথ আদালতে উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন